শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে পরিবহন ধর্মঘটে চলছে না বাস, যাত্রীদের দূর্ভোগ

নাটোরে পরিবহন ধর্মঘটে চলছে না বাস, যাত্রীদের দূর্ভোগ

ইসাহাক আলী, নাটোর, ০১ ডিসেম্বর-সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ ১১ দফা দাবিতে পরিবহন ধর্মঘটে চলছে না বাস। এতে করে দূর্ভোগে পড়েছেন যাত্রীরা। এরআগে ২৬ নভেম্বর ১১ দফা দাবি না মানলে আজ ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষনা দেয় রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ। সেই দাবি বাস্তবায়ন না হওয়ায় সকাল থেকেই কর্মবিরতি শুরু করে বাস শ্রমিকরা। এতে করে বন্ধ করে নাটোর থেকে বিভিন্ন রুটের বাস চলাচল। এতে করে দূর্ভোগে পড়েছেন যাত্রীরা। জরুরী প্রয়োজনে বিকল্প যানে গন্তব্যে যেতে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে তাদের। এতে করে ক্ষোভ জানান তারা। পরিবহন সংশ্লিষ্টরা দাবি আদায়ে ধর্মঘটের কথা বললেও ধর্মঘটের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু । তিনি অভিযোগ করেন, আগামী ৩ ডিসেম্বরের গণসমাবেশ বাধা দিতেই এই ধর্মঘট ডাকা হয়েছে। রাজশাহী বিভাগে তারা সরকারের চাপে এই ধর্মঘট ডেকেছে। এই ধর্মঘটকে উপেক্ষা করেই নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসতে শুরু করবে। কোন বাধা গণসমাবেশকে আটকাতে পারবে না।

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS