বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
লালপুরে আওয়ামী লীগ নেতা উজ্জ্বলের প্রচারণা ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা

লালপুরে আওয়ামী লীগ নেতা উজ্জ্বলের প্রচারণা ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ।  ইতিমধ্যে মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও মতবিনিময়সহ প্রচার প্রচারনায় নাটোর-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য আরিফুল ইসলাম উজ্জলকে ঘিরে নেতাকর্মীরাও উজ্জীবিত হয়ে উঠেছেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকাল থেকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের ছাত্রলীগ সভাপতি ও ২০০৬ সালে ছাত্রলীগের জাতীয় কাউন্সিলে বাংলাদেশ ছাত্রলীগের প্রচার সম্পাদক পদে নির্বাচিত হন আরিফুল ইসলাম উজ্জ্বল. এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, বন ও পরিবেশ উপ-কমিটির সাবেক সদস্য পদে দায়িত্ব পালন করেন এই তরুণ আওয়ামী লীগ নেতা।
১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS