বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুগাপুরে বিএনপি-জামাত এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

দুগাপুরে বিএনপি-জামাত এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সারাদেশে বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। শনিবার দুপুরে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে এ বিক্ষোভ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক এর সঞ্চালনায় উপজেলা আ‘লীগের সভাপতি ওসমান গণি তালুকদার এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আ‘লীগের সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা মো. এমদাদুল হক খান, শ.ম জয়নাল আবেদীন, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, শাহিনুর আলম সাজু, ইউপি চেয়ারম্যান, সাদেকুল ইসলাম, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, যুবলীগ নেতা কাউন্সিলর কামরুল হাসান জনি প্রমুখ।

বক্তারা বিএনপি’র জামায়াতের লাঠি ও আগুন সন্ত্রাস প্রতিহত এবং তারা যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহŸান জানান।

২৩ বার ভিউ হয়েছে
0Shares