সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিএনপির কমিটি বাতিলের দাবিতে সুজানগরের নাজির গঞ্জে বিক্ষোভ মিছিল

বিএনপির কমিটি বাতিলের দাবিতে সুজানগরের নাজির গঞ্জে বিক্ষোভ মিছিল

সুজানগর(পাবনা)প্রতিনিধি: সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার নাজির গঞ্জ বাজারে বিএনপির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আসলাম হোসেন মন্ডলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তৃণমূলের নেতাকর্মীদের উপেক্ষা করে আর্থিক লেনদেনের মাধ্যমে আহবায়ক কমিটি ঘোষণার অভিযোগে নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে দলীয় কর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এড.মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের বিরুদ্ধে শ্লোগান দেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলটি নাজিরগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাঃ আব্দুস সালামের ভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আসলাম হোসেন মন্ডল, ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল ওহাব সিকদার, আবুল কালাম মিয়া, আমজাদ হোসেন, বিএনপি নেতা রঞ্জু, যুবদল নেতা রিয়াজ শেখ ও জাহিদ এবং ছাত্রদল নেতা সিরাজ প্রমুখ। বক্তরা বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে অর্থের বিনিময়ে জেলা বিএনপির ঘোষণা দেওয়া মনগড়া পকেট কমিটিকে সুজানগরের তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা প্রত্যাখান করেছে। অতি দ্রæত সময়ের মধ্যে বিতর্কিত একতরফা সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি বাতিল করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলেও জানান তারা। উল্লেখ্য আগের কমিটি বিলুপ্তি ঘোষণার ২ বছর পর সম্প্রতি আলহাজ্ব এ.বি.এম তৌফিক হাসানকে আহবায়ক ও শেখ আব্দুর রউফকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সুজানগর উপজেলা বিএনপি এবং কামরুল হুদা কামাল বিশ্বাসকে আহবায়ক ও জসিম বিশ্বাসকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সুজানগর পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয় পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এড.মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

 

২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS