শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

সাঁথিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সাঁথিয়া উপজেলা প্রশাসন ও সাঁথিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মসুচি পালিত হয়। কর্মসুচির মধ্যে ছিল দৃশ্যমান উন্মুক্ত স্থানে দুর্নীতিবিরোধী বাণী সম্বলিত পোস্টার স্থাপন, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ফেষ্টুন-বেলুন উড়ানো, মানববন্ধন ও আলোচনা সভা। আলোচনা সভায় সাঁথিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাঃ সম্পাদক অধ্যক্ষ আব্দুদ দাইন সরকারের সঞ্চালনায় কমিটির সহসভাপতি অধ্যক্ষ(অবঃ) আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন। আরও বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম সরোয়ার, পঃপঃ কর্মকর্তা অলোক পাল, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, শিক্ষার্থী সুমাইয়া আখতার সুচি প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউট, গার্ল গাইডস, বিএনসিসি’র সদস্যবৃন্দ অংশ নেয়।

৩৪ বার ভিউ হয়েছে
0Shares