শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় নতুন ঠিকানায় ইসলামী ব্যাংক উদ্বোধন

সাঁথিয়ায় নতুন ঠিকানায় ইসলামী ব্যাংক উদ্বোধন

জালাল উদ্দিন সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ “নতুন ঠিকানায়,নতুন সম্ভাবনায়” এই শ্লোগানকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় নতুন ঠিকানা বাইপাস সড়ক মল্লিক সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাঁথিয়া শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার(২৮মে) বিকেলে ব্যাংকের ম্যানেজার ও শাখা প্রধান এফএভিপি আবুল কালাম সিদ্দিকীর সভাপতিত্বে ও ইসলামী ব্যাংক বেড়া শাখার ম্যানেজার অপারেশন্স মোশরফ হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোন প্রধান মিজানুর রহমান মিজি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা খোকন। আরো বক্তব্য দেন, সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক,বোয়াইলমারী বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস সামাদ মোল্লা, ইসলামী ব্যাংক সাঁথিয়া শাখার ম্যানেজার অপারেশন্স আব্দুর রউফ,প্রভাষক কামরুজ্জামান বকুল প্রমুখ।

১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS