শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় অগ্রনী ব্যাংক লিমিটিডের এজেন্ট ব্যাংকের উদ্বোধন

সাঁথিয়ায় অগ্রনী ব্যাংক লিমিটিডের এজেন্ট ব্যাংকের উদ্বোধন

সাঁথিয়া (পাবনা ) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় অগ্রনী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং সাঁথিয়া শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে আতাইকুলা শাখার ব্যবস্থাপক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে ও এম এ হাই এর সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহিনুর রহমান, মহা ব্যবস্থাপক অগ্রণী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় ঢাকা। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপ মহাব্যবস্থাপক শেখ আকরামুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাসান আলী খান, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শিলা প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, ব্যবসায়ী স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। শেষে ফিতা কেটে প্রধান অতিথি এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করেন। এজেন্ট ব্যাংকটি সাঁথিয়া গার্লস স্কুল রোডে অবস্থিত।

৬৭ বার ভিউ হয়েছে
0Shares