শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় শালঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মা সমাবেশ ও বৃক্ষরোপণ

সাঁথিয়ায় শালঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মা সমাবেশ ও বৃক্ষরোপণ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : “ গাছ লাগাবে ততো জন ছাত্র আছে যত জন” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার পাবনার সাঁথিয়ায় শালঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী তথা ৫০ বছর পূর্তি উপলক্ষে মা সমাবেশ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন, রুপান্তর কল্যান সংস্থার সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রিপন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,রুপান্তর কল্যান সংস্থার উদ্যোগে ২৫০ জন শিক্ষার্থীর প্রত্যেক মায়ের হাতে একটি করে মেহগিনি গাছের চাড়া বিনামুল্যে প্রদান করা হয়।

১১০ বার ভিউ হয়েছে
0Shares