শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভাঙ্গুড়ায় প্রধান শিক্ষকের গোপন কক্ষ থেকে ৪২০ মন চোরাই ধান উদ্ধার

ভাঙ্গুড়ায় প্রধান শিক্ষকের গোপন কক্ষ থেকে ৪২০ মন চোরাই ধান উদ্ধার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় আব্দুল খালেক নামে এক প্রধান শিক্ষকের কপি শপের গোপন কক্ষ থেকে ৪২০ মন চোরাই ধান উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার অষ্টমনিষা হাসিনা মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জানা যায়, ধান চাউলের পাইকারি বাজার নামক একটি ফেসবুক গ্রæপে রশিদ এগ্রো ফিড মিল্স আইডি থেকে একটি বার্তা পোষ্ট করে রশিদ এগ্রো ফিড মিল্স এর মালিক পাবনার আটঘরিয়ার আব্দুল খালেক। পোষ্টে লেখা ছিল জরুরী ভিত্তিতে ধান এবং ভুট্রা কেনা হবে সম্পুর্ণ ক্যাশ টাকায়। তা দেখে শেরপুর জেলার নলিতা বাড়ি উপজেলার এনামুল হক নামের এক ধান ব্যবসায়ী তার সাথে যোগা যোগ করে রবিবার সকাল ৭ টার দিকে ধান নিয়ে আটঘরিয়ায় এলে আব্দুল খালেক তাকে কৌশলে ধানের টাকা থেকে সরিয়ে নিয়ে নগদ টাকা না দিয়ে অগ্রাণী ব্যাংকের একটি সাদা চেক দিয়ে পালিয়ে যায়। ধান মালিক এনামুল হক ব্যাংকে গিয়ে দেখে একাউন্টে কোন টাকা নাই এমন কি রশিদ এগ্রো ফিড মিল্স নামে কোন প্রতিষ্ঠানও নাই। তখন তিনি দুপুরের দিকে আটঘরিয়ায় থানাকে অবগত করলে থানা পুলিশ অভিযান চালিয়ে এই চক্রের ৮ জনকে আটক করে এবং ভাঙ্গুড়া উপজেলা অষ্টমনিষা ইউনিয়নে ঝবঝবিয়া গ্রামের ত্বিউনা প্যালেস হেলদি রেষ্টুরেন্টে এর নিচ তলায় থেকে রাত ৮ টার দিকে ২১০ বস্তা (৪২০মন) চোরাই ধান উদ্ধার করেন। এসময় উপস্থিত ছিল আটঘরিয়া থানার ওসি মোঃ আনোয়ার হোসেন ও ভাঙ্গুড়া থানার এস আই মোরাদসহ অনেকে। আটঘরিয়া থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে ভাঙ্গুড়া থানা পুলিশের সহযোগীতায় ২১০ বস্তা ধান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চক্রের সাথে জড়িত থাকার অপরাধে সাতজনকে আটক করা হয়। তবে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

৩৯ বার ভিউ হয়েছে
0Shares