শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বঙ্গবন্ধু গোটা জাতিকে সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষিত করেছিলেন— ডেপুটি স্পিকার শামসুল হক টুকুু

বঙ্গবন্ধু গোটা জাতিকে সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষিত করেছিলেন— ডেপুটি স্পিকার শামসুল হক টুকুু

সাঁথিয়া (পাবনা )প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেছেন, বঙ্গবন্ধুর যৌবনে ও তার রাজনৈতিক জীবনে সাংস্কৃতিকে ভালবাসতেন। সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকান্ডকে তিনি সমান্তরালভাবে এগিয়ে নিয়ে গেছেন। তিনি গোটা জাতীকে সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষিত করেছিলেন। ৭৫ সালে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর সংস্কৃতি চর্”াকে বন্ধ করে দেয়া হয়। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা এখন শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত। এখনও তারা নিঃচিহ্ন হয়ে যায়নি। তারা মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি দেশের সাংস্কৃতিকমনা ও জনগণকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান জানান।

গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি ও প্রতিষ্ঠাবাষির্কী পালন উপলক্ষে সাঁথিয়া গ্রাম থিয়েটারের আয়োজনে ৩দিন ব্যাপী লোকন্যাট্য সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সাঁথিয়া থিয়েটারের সভাপতি আব্দুদ দাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালেদ বলেন, জিয়াউর রহমানের প্রত্যক্ষ সহযোগীতায় বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। একইভাবে তার স্ত্রী খালেদা জিয়া ও ছেলে তারেক রহমান ২১ আগষ্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। তিনি বলেন, আবহমান বাংলার বাউলগান,যাত্রাপালা, জারিগানসহ পুরাতন সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গ্রাম থিয়েটারের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যকে তুলে ধরছে। এ সময় গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, কেন্দ্রীয় মহিলা আ’লীগের যুগ্নসাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার , উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি হাসান আলী খান বক্তব্য রাখেন। এর আগে বিকেলে র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষণ করে। সন্ধ্যায় জাতীয় সংগীত ও মোবাতি প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সাঁথিয়া গ্রাম থিয়েটারের শিল্পীরা সংগীত ও নাটক পরিবেশন করেন।

২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS