শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ীতে জেলহত্যা দিবসে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

ফুলবাড়ীতে জেলহত্যা দিবসে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

 আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ে জেলহত্যা দিবসে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ তোজাম্মেল হক। জেলাহত্যা দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবর্তীপুর ফুলবাড়ী ০৫ আসনের মনোনয়ন প্রত্যাশী দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া জাকির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, আওয়ালীগ নেতা মোঃ দুলাল হোসেন, আওয়ামীলীগ নেতা ডেনিয়েল হাফিজ, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা আখেরুজ্জামান আখের, ফুলবাড়ী পৌরস্বেচ্ছাসেবকলীগের নেতা রাশেদুর রহমান রাসেল। জেল- হত্যা দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজেন মার্ডি, মোঃ সুমন, মোঃ সাইফার, মোঃ নুরুজ্জামান, মোঃ হক সাহেব, মোঃ লিটন, মোঃ মারুফসহ সংগঠনের শতাধিক নেতাকর্মী। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

২৯৪ বার ভিউ হয়েছে
0Shares