বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বৃদ্ধ পিতার প্রতি পুত্রের মারধর-অত্যাচারে বিরুদ্ধে নারী উন্নয়ন সংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ

বৃদ্ধ পিতার প্রতি পুত্রের মারধর-অত্যাচারে বিরুদ্ধে নারী উন্নয়ন সংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ

পটুয়াখালী প্রতিনিধি।  পটুয়াখালীর গলাচিপা উপজেলার খারিজ্জমা ইউনিয়নে বৃদ্ধ পিতার প্রতি পুত্রের মারধর-অত্যাচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি, সৎ বোনদের সম্পত্তি থেকে উচ্ছা করার চেষ্টা এবং সৎ বোনদের নামে কুৎসা রটনোর প্রতিবাদে নারী সংগঠন সমূহের জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন বরিশাল অঞ্চলের আওতায়  ১০ টি নারী উন্নয়ন সংগঠনের সদস্যদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। উপজেলার গিলাবাড়িয়া বাজারে বৃহস্পতিবার শেষ বিকালে এ মানববন্ধন কমর্সুচী করা হয়।
এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহনকারী সংগঠন হচ্ছে- আদর্শ মানব সেবা সংস্থা, শুকতারা মহিলা সংস্থা, জাগরনী মহিলা উন্নয়ন ফাউন্ডশন, দরিদ্র মহিলা উন্নয়ন সংস্থা, আলোকিত মহিলা সংস্থা, বিএমএসইউ, কৃষ্ণচূড়া মহিলা সংস্থা, উদ্যমী সমাজ কল্যান সংস্থা, তুলাতলী পল্লী উন্নয়ন সংস্থা।
৩৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS