রবিবার- ২৩শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৯ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বীরগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বীরগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বীরগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে পরিচ্ছন্ন পরিবেশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল ২০২২) বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

দোয়া ও ইফতার মাহফিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল করিম।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. কামাল হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায়, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ১১টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার ১১টি ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

এর আগে মুজিববর্ষ উপলক্ষে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি,আর) কর্মসূচীর আওতায় ভ‚মিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

৪৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS