মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে কমরেড আব্দুল ওয়াজেদ স্মৃতি পরিষদ এর উদ্যগে ফ্রি চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ। 

পার্বতীপুরে কমরেড আব্দুল ওয়াজেদ স্মৃতি পরিষদ এর উদ্যগে ফ্রি চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ। 

বিশেষ প্রতিনিধি খন্দকার সুদীপ্ত হাবিব  – দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়নের পূর্ব হোসেনপুর এ কমরেড আব্দুল ওয়াজেদ স্মৃতি পরিষদ  আয়োজিত হত দরিদ্র মানুষের জন্য কম্বল বিতরণ ও ফ্রি চিকিৎসা পরামর্শ সেবার  আয়োজন করা হয়। গত শনিবার দুপুরে কমরেড আব্দুল ওয়াজেদ স্মৃতি পরিষদ চত্বরে  সংগঠনের আহবায়ক   চামড়া ফাটা দিন মজুর মজলুম পার্টির কেন্দ্রীয় সভাপতি  ও বিশিষ্ট  সাংবাদিক আতিকুর রহমান আতিক এর আহবানে   কর্মসুচীতে সভাপত্বি করেন  দৈনিক সূর্যোদয় এর ব্যুরো প্রধান ও রংপুর প্রেস ক্লাব ব্যবসায়িক সমিতির সভাপতি মোঃ  রোস্তম আলী  সরকার ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বীর মুক্তিযোদ্ধা  ও ভাষা সৈনিক মোঃ আফজাল হোসেন  প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক  ২১ শে পদক প্রাপ্ত মজিবর  রহমান মাষ্টার  বিশেষ অতিথি হিসেবে  আরো বক্তব্য রাখেন বদরগনজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ শাকির মোবাস্বির  দৈনিক যুগান্তরের পার্বতীপুর প্রতিনিধি  সিনিয়র শিক্ষক ও বিশিষ্ট গীতিকার শিল্পী  বাম নেতা মুসলিমুর রহমান  তার বক্তব্যে বলেন  মরহুম কমরেড  ওয়াজেদ আলীকে আমি  খুব কাছ থেকে দেখেছি  এক সঙ্গে  অনেক পথ পাড়ি দিয়েছি  তিনি কখনোই  ভোগ বিলাসিতা নিয়ে  জীবন যাপন করেনি তার সুযোগ্য পুত্র  সাংবাদিক আতিকুর রহমান আতিক  বাম রাজনীতি করে  আর বামরা জেদি প্রকৃতির হয় তথাপি  পিতার জন্য  পুত্রের  এই আয়োজন  যোগ্য  সন্তানের পরিচয় বহন করে। আরো বক্তব্য রাখেন  পার্বতীপুর  উপজেলা আওয়ামী লীগ প্রবীন নেতা এবং লাকি বডিং এর সত্তাধারী মোঃ আকতার হোসেন বাদল   বদর গন্জের প্রবীণ বাম রাজনীতিবিদ  কমরেড মেসের আলী  মাষ্টার  । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  খন্দকার হাবিবুর রহমান হাবিব  এস ডি এফ এর  পরিচালক সাংবাদিক তাজুল ইসলাম তাজ প্রতিদিনের সংবাদ  প্রতিনিধি আল মামুন মিলন ভোরের পাতা   সাংবাদিক জোবায়দুর রহমান জবা   কমরেড গোলাম রাব্বানী  ডিবিসি নিউজ এর আবু রায়হান আমাদের কন্ঠ এবং মুক্ত খবর রংপুর ব্যুরো প্রধান হারুনুর রশিদ দৈনিক সমাচার এর ভ্রাম্যমান সংবাদ দাতা মোশাররফ হোসেন প্রমূখ।   প্রায় আট  শতাধিক  দরিদ্র মানুষের মাঝে  কম্বল বিতরণ করা হয়।  আতিকুর রহমান আতিক  বলেন  গরীব মানুষের   ঠান্ডা গরম অনুভূতি  পৃথক করে ভাববার সুযোগ নেই   তাঁর  বাবা  আব্দুল ওয়াজেদ আজীবন  মেহনতি মানুষের জন্য সংগ্রাম করে গেছেন    তাই  তার স্মৃতিকে মানুষের কল্যানে জাগ্রত করার মানসিকতায় আমরা পরিবারের সদস্যগন কমরেড ওয়াজেদ আলী  স্মৃতি পরিষদ গড়ে তুলেছি যা এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে অঙ্গিকার বদ্ধ।     গুনী জনদের ক্রেষ্ঠ  প্রদান ও   মধ্যাহ্ন  ভোজ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
১২৮ বার ভিউ হয়েছে
0Shares