শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চিরিরবন্দরে বিএসএফ এর গুলিতে যুবক নিহত

চিরিরবন্দরে বিএসএফ এর গুলিতে যুবক নিহত

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) :  দিনাজপুরের চিরিরবন্দরে আমতলী সীমান্তে বিএসএফ এর গুলিতে মাদক ব্যবসায়ী যুবক মনজুরুল হক (২২) নিহত হয়েছে। গত ১৬ মে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২ টায় উপজেলার পুনট্রি ইউনিয়নের শাহাপুর কামারপাড়া নামক স্থানে সীমান্ত পিলার ৩০৫ (৫/৬) এর সন্নিকটে ঘটেছে। নিহত মনজুরুল উপজেলার শাহাপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, মনজুরুল সহ কয়েকজন মাদক ব্যবসায়ী গভীর রাতে আমতলী সীমান্তের ৩০৫ (৫/৬) পিলার এর সন্নিকটে মাদক আনতে সীমান্তের ওপারে যাওয়ার চেষ্টা করলে বিএসএফের গুলিতে মনজুরুল নিহত হয়। এ সময় অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরবর্তিতে সংবাদ পেয়ে নিহতের বড় ভাই ফরিদুল ইসলাম (৩৫) তার ভাইয়ের মরদেহ রাতেই বাড়িতে নিয়ে আসে।
চিবিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে। শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। মনজুরুল এলাকার চিহ্নিত চোরাকারবারি। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি ২০ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির জানান, আমতলী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। সে বিএসএফের গুলিতে নিহত হয়েছে কিনা সেটি জানার জন্য বিএসএফের সাথে সকাল দশটায় পতাকা বৈঠকের জন্য চিঠি দেয়া হয়েছে।
উক্ত ঘটনায় দিনাজপুর জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)শেখ জিন্নাহ আল মামুন চিরিরবন্দর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমশিনার (ভূমি) রুনাল্ট চাকমা, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর এ কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৭১ বার ভিউ হয়েছে
0Shares