শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলের উপজেলা নির্বাহী অফিসারের বদলীর আদেশ বাতিল,জনমনে স্বস্তি

নাচোলের উপজেলা নির্বাহী অফিসারের বদলীর আদেশ বাতিল,জনমনে স্বস্তি

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলের উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন’র বদলীর আদেশ বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রনালয়ের এ আদেশে জনমনে স্বস্তি নেমে এসছে। জনপ্রশাসন মন্ত্রনালয়ের গত ২৪/০৮/২০২৩ইং তারিখের ০৫.৪৩.০০০০.০১৪.৩৩.০০১.২৩.১৪৮৯ নম্বর প্রজ্ঞাপনে জনাব মোহাইমেনা শারমীন(পরিচিতি নং-১৭৮৬৪), উপজেলা নির্বাহী অফিসার নাচোল, চাঁপাইনবাবগঞ্জকে উপজেলা নির্বাহী অফিসার পতœীতলা, নওগাঁ হিসেবে বদলীর আদেশটি মহামন্য রাস্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী কমিশনার মোছাঃ ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত আদেশপত্রে আজ বুধবার (১৩/০৯/২০২৩ তারিখে) বাতিল করা হয়েছে। উল্লেখ্য, তিনি গত ০৭/০৭/২০২২ইং তারিখে নাচোল উপজেহলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। কিন্তু গত ২৪/০৮/২০২৩ ইং তারিখ জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক আদেশ বলে তাঁকে নওগাঁ জেলার পতœীতলা উপজেলায় বদলীর আদেশ হয়। এ বদলীর আদেশ পাওয়ার পর নাচোলের সুধীমহলে হতাশা ও তার কার্যকালে নাচোলের উন্নয়ন প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়ে আশংকা দেখা দেয়। বিশেষ করে উপজেলার নেজামপুর ইউনিয়নের রাওতাড়ায় বীরাঙ্গনা ইলামিত্রের স্মৃতি সংগ্রহশালা নির্মান ও বাস্তবায়ন নিয়েও আশংকা তৈরী হয়। তাই সরকারের ইতিপূর্বের বদলী আদেশ স্থগিত করে নাচোল উপজেলায় পূণঃবহাল হওয়াতে জনমনে স্বস্তি নেমে এসেছে।

 

৩৫৬ বার ভিউ হয়েছে
0Shares