শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নির্বাচনী মাঠে আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থী

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নির্বাচনী মাঠে আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থী

মোঃ ইব্রাহীম, স্টাফরিপোটার-আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ সির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের বাংলাদেশ আওয়ামীলীগ দলীয়(নৌকার)র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ জিয়াউর রহমান ও আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী(ঈগল) সাবেক সংসদ সদস্য মু. গোলাম মোস্তফা বিশ^াস নিজ নিজ ভোটার-সমর্থকদের নিয়ে এ আসনের তিন উপজেলায় নির্বাচনী মাঠে বিভিন্ন প্রচারাভিযানে ব্যস্ত সময় পার করছেন। দু’প্রার্থীই শতভাগ বিজয়ের আশা নিয়ে মাঠ গরম করে চলেছেন। তবে এ আসনের ৪,৩১,০৭২ জন ভোটার দু’প্রার্থীর পূর্বের আমলনামা ক্ষতিয়ে দেখছেন। এ আসনের ভোটার সমর্থকরা দু’ এমপির বিগত দিনের দোষ-গুণ চুলচেরা বিশ্লেষণ করছেন সর্বত্র। তবে এবারের ভোটে প্রধান বিরোধী দল বিএনপি-জামায়াত অনুপস্থিত থাকায় ওইসব ভোটারকে যে প্রার্থী বেশী টানতে পারবেন তিনিই বিজয়ের কাছাকাছি যেতে পারবেন বলে বিজ্ঞজনেরা আশা করছেন। এদিকে দু’ প্রার্থীই আওয়ামী ঘরানার, তাই আওয়ামীলীগের ভোটার-সমর্থকরাও বিভ্রান্তীতে পড়েছেন। অতি সম্প্রতি গোমস্তাপুর উপজেলা অওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে দু’ প্রার্থীর মধ্যে চলছে ¯œায়ু যুদ্ধ। অপরদিকে ভোটার-সমর্থকদের মাঝে (পুরাতন রোগ) তিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দু’ এমপি শিক্ষক-কর্মচারী নিয়োগ সংক্রান্ত মান-অভিমান, সংসদীয় এ আসনের তিন উপজেলার রাস্তা, ব্রীজ, কালভার্ট নির্মাণ, মর্টার টিউবওয়েল বরাদ্দ ইত্যাদী বিষয়ে কার কতটুকু অবদান তার হিসাব-নিকাশ ভোটের সময় আলোচনায় উঠে আসছে। এদিকে তিন উপজেলার ১৬টি ইউনিয়নে ১৮২টি ভোট কেন্দ্রে ৯৯৩টি ভোট কক্ষে ২লাখ, ১৪ হাজার ৩৫৬ জন পুরুষ ও ২লাখ, ১৬ হাজার,৭১৫ জন মহিলা অর্থাৎ মোট ৪ লাখ, ৩১ হাজার, ৭২ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করার কথা। তবে বিরোধী দলের ও মতের ভোটরগণ এবার ভোট দিতে আগহী নন। ওইসব ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে দু’প্রার্থীই মরিয়া হয়ে মাঠে কাজ করছেন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, দু’ প্রার্থীর ভোটার-সমর্থকদের মধ্যে নতুন নতুন মেরুকরণ হচ্ছে। এ পর্যন্ত এ আসনের তিন উপজেলায় দু’ প্রার্থীর ভোটার-সমর্থকদের মধ্যে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ আসনে আওয়ামীলীগ ও স্বতন্ত্র ছাড়া অন্য কোন প্রার্থীর প্রচারনা লক্ষ্য করা যায়নি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ভোটার-সমর্থকরা আশায় দিন গুনছে কার গলায় বিজয় মালা উঠবে।

২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS