শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে এক মাদক ব্যবসায়ী আটক

নাচোলে এক মাদক ব্যবসায়ী আটক

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক মাদক ব্যবসায়ীকে ৭(সাত) গ্রাম হেরইনসহ আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তি নাচোল পৌর এলাকার বাজার পাড়ার জিল্লুর রহমানের ছেলে সোহেল বাবু (৩৫)। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান গোপন সংবাদের মাধ্যমে নাচোল থানার এস আই আব্দুর রাজ্জাক, সঙ্গীয়ফোর্স এ এস আই আমিনুল ইসলাম, এ এস আই গোলাম রাব্বানিসহ মাদক ব্যবসায়ী সোহেল বাবুকে আজ শনিবার রাত্রী অনুমান ১৮:৫৫মিনিটে নাচোল পৌর এলাকার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জৈনক শ্রী লক্ষন বর্মন এর মুদি দোকানের সামনে নাচোল টু স্টেশনগামী পাকা রাস্তার উপর থেকে ০৭(সাত) গ্রাম হেরইনসহ আটক করে। এ ব্যপারে নাচোল থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে, আজ রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররেণ করা হয়েছে।

২১৫ বার ভিউ হয়েছে
0Shares