শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে জাতীয় যুব দিবস পালিত

পঞ্চগড়ে জাতীয় যুব দিবস পালিত

পঞ্চগড় : ‘‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিবাদ্যে পঞ্চগড়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার(০১নভেম্বর) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
পরে জেলা যুব উন্নয়ন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকসুদুল কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম কডিনেটর গোলাম মোস্তফা সরকার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক সাদিকুজ্জাসান,সদর উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা আওলাদ হোসেন সহ অনেকে।
এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও যুব প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

৫৪ বার ভিউ হয়েছে
0Shares