সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে জমি নিয়ে পাল্টাপাল্টি সংঘর্ষে আহত মফিজুলের মৃত্যু, গ্রেপ্তার ৫

বীরগঞ্জে জমি নিয়ে পাল্টাপাল্টি সংঘর্ষে আহত মফিজুলের মৃত্যু, গ্রেপ্তার ৫

Views

বীরগঞ্জ প্রতিনিধিঃ  ‎দিনাজপুরের বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত মো. মফিজুল ইসলাম (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

‎বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ১২টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মফিজুল উপজেলার শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ী গ্রামের মৃত সলিম উদ্দিনের ছেলে।

‎এ ঘটনায় নিহতের ভাই মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন মামলা নং ১৮(০৩)২০২৫।

‎পুলিশ জানায়, মৃত লতিফুর রহমানের ছেলে মো. হাসিনুর (৩৫) এর সঙ্গে মফিজুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ৭মার্চ বানিয়াপাড়া গ্রামস্ত শফিকুল ইসলামের বাড়ির সামনে সন্ধ্যা ৬ টার দিকে মারপিট করে মফিজুল ইসলাম গং জখম হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলে আবারও ১০ মার্চ সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মফিজুল ইসলাম গুরুতর আহত হন।

‎পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ১৩ মার্চ রাত ১২টায় তিনি মারা যান।

‎বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা করেছেন নিহতের ছোট ভাই। ৫ জন আসামি কে গ্রেফতার করতে পেরেছি। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Share This

COMMENTS