বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

পঞ্চগড় : পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (০৯ জুন) রাত ৯টায় পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের সাড়ে নয় মাইল এলাকায় পঞ্চগড় -তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়া গছ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শেখ ফরিদ (৩২) ও একই এলাকার জনাব আলীর ছেলে শরিফুল (১৮)।
জানা যায়, রোববার রাতে শেখ ফরিদ পঞ্চগড়ে শ্বশুরবাড়ি থেকে ভাতিজা শরিফুলকে মোটরসাইকেল করে নিজ বাড়িতে ফিরছিলেন। একসময় সাড়ে ৯ মাইল এলাকায় মহাসড়কে পৌছালে সড়ক দুঘটনায় নিহত হয়ে রাস্তায় উপর পরে থাকে।
স্থানীয়রা মোটরসাকেল সহ রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা হয় লাশ দুটি।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, সড়ক দুঘটনায় মোটর সাইকেলের দুই আরোহীর নিহতের বিষয়টা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্ত করা হয়। তবে কিভাবে দুঘটনাটি ঘটেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

১৩০ বার ভিউ হয়েছে
0Shares