বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত

পঞ্চগড়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত

পঞ্চগড় : “কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র- শান্তি শৃংখলা সর্বত্র” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার(২৯অক্টোবর) সকালে পুলিশ লাইন্সের মুল ফটকের সামনে বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।
পরে পুলিশ লাইন্সের মুল ফটকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি রের করা হয়ে র‌্যালিটি পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পঞ্চগড় জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদার সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, কমিউনিটি পুলিশিং কমিটির এস এম হুমায়ুন করির উজ্জ্বল বক্তব্য রাখেন।
র‌্যালি ও সভায় জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ,পুলিশিং কমিটির সদস্য, মুক্তিয্দ্ধোাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যেম কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

৮৭ বার ভিউ হয়েছে
0Shares