শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে মামলার রায় না পা্ওয়ায় ক্ষিপ্ত হয়ে জমি দখলের চেষ্ঠা : আহত ৪

পঞ্চগড়ে মামলার রায় না পা্ওয়ায় ক্ষিপ্ত হয়ে জমি দখলের চেষ্ঠা : আহত ৪

পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলা ধাক্কামারা ইউনিয়নে  জমিজমা বিষয় নিয়ে মামলার রায় না পাওয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্ঠায় দুই পক্ষের মধ্যে  সংঘর্ষের ঘটনায় ৪  জন আহত হয়েছে।

গতকাল শনিবার (২৯এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সময় সদরের ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরি (পানিয়া মার্কেট)এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

আহতরা হলেন ওই ইউনিয়নের যতনপুকুরি এলাকার মৃত:আমির হোসেনের ছেলে আমজাদ হোসেন(৫৩),আমজাদ হোসেনের ছেলে মেহেদী হাসান সাকিল (২৮), আমজাদ হোসেনের মেয়ে মোছা: অভি(৩০) ও আমজাদ হোসেনের স্ত্রী শাহানাজ পারভীন(৪৭)।

আহত আমজাদ হোসেন জানায় আমার বাব দাদার নামে এসএ রেকর্ড ০৮ শতক জমি হওনে দীর্ঘদিন যাবৎ ওই জমি ভোগ দখলে আছি।

এদিকে কাউছার আলী ভুয়া দলিল করে পঞ্চগড় বিজ্ঞ সহকারী জজ আদালতে গত ২০১৩ সালে একটি মামলা দায়ের করে।

মামলা চলার পরে বিজ্ঞ সহকারী জজ আদালতে মামলাটি প্রমানিত না হওয়ায় গত ২৭/১১/২০২২ তরিখে মামলা খারিজ করে দেয় আদালত।

এতে তারা ক্ষিপ্ত হয়ে গত (২৯ এপ্রিল) আমার দখলে থাকা জমির বেড়া দেয়া জমিতে কাউছার সহ ভারাটে লোকজন দিয়ে বেড়া ভাংতে গেলে আমরা তাদের বাধা দেই।

এসময় তারা আমাদের উপর লাঠি সোডা দিয়ে মারপিট করতে থাকে।আমাদের চিৎকারে এলাকার লোকজন আসতে দেখে তারা পালিয়ে যায়।

স্থানীয়রা আমাদের উদ্ধার করলে আমরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হই ।

এই সংর্ঘষের ঘটনায় আহত আমজাদ হোসেনের ভাই, আজাদ খাঁন, বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় কাউছার আলী(৫০)সহ ১০ জনের নামে এজাহার দায়ের করে।

এদিকে একই এলাকার বিবাদী কাউছার আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন এটা আমাদের পারিবারিক বিষয় আমরা মিমাংসা করে নেব।

এবিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল লতিফ মিয়া জানায়,জমি নিয়ে সংঘর্ষে অভিযোগ হয়েছে।তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

১৬৭ বার ভিউ হয়েছে
0Shares