শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আটোয়ারীতে শিক্ষক দিবস পালিত

আটোয়ারীতে শিক্ষক দিবস পালিত

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ “ শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই ¯েøাগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আটোয়ারী উপজেলার আয়োজনে বৃহস্পতিবার ( ২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শিক্ষকদের একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক সহ ফকিরগঞ্জ বাজার প্রদক্ষিণ করে।
র‌্যালিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রেজাউন নবী রাজা উপজেলা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশ নেয়।
র‌্যালি শেষে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত¡ওে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে ¯েøাগানের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমিন পারভীন,সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহেদুর রহমান, আটোয়ারী মডেল পাইলট উচ্চ ব্যিালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, মির্জা আজিম উদ্দিন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি রেজা আল মামুন, সম্পাদক বাহারাম সিদ্দিকী, শহীদ মুক্তিযোদ্ধা আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বৎেলন, শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করছেন।

৪৭ বার ভিউ হয়েছে
0Shares