শনিবার- ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড় : হিন্দু ধর্মীয় পারিবারিক আইন পরিবর্তন ও সংস্কার প্রচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার(২৬মে) দুপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কের পাশে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অজুন কুমার ভৌমিক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলা কমিটির আহŸায়ক আনন্দ মোহন রায়, সদস্য সচিব দীপেন্দ্র নাথ রায়সহ হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন ও সংস্কার না করার জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

৬১ বার ভিউ হয়েছে
0Shares