শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলেজছাত্র নিহতের ঘটনায় কলমাকান্দায় মানববন্ধন

কলেজছাত্র নিহতের ঘটনায় কলমাকান্দায় মানববন্ধন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে কলেজছাত্র প্রান্ত তালুকদার (১৯) মারা যাওয়ার ঘটনায় নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন হয়েছে। প্রান্ত তালুকদার
কলমাকান্দা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ২বর্ষের ছাত্র ছিল। তার বাড়ি মধ্যনগর উপজেলার চামারদানি ইউনিয়নের বিষাড়া গ্রামে। তার বাবা নির্মল তালুকদার। পেশায় দিন মজুর।

রোববার বেলা সাড়ে ১২ টার দিকে কলমাকান্দা সরকারি কলেজের সামনের সড়কে কলেজ  পরিবারের ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, নিহতের পরিবারের লোকজনসহ বিভিন্ন
শ্রেণি-পেশার প্রায় পাঁচশতাধিক লোকজন অংশ নেন। এতে বক্তব্য রাখেন কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বণিক, সমির চৌধুরী,  প্রণয় কুমার তালুকদার, অপুর্ব তালুকদার, মিলন দে, স্বাগতা ভৌমিক, রাজন সাহা রুপন, সাদিকুল ইসলাম, নিহতের বাবা নির্মল তালুকদার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, যে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে প্রান্ত তালুকদার মারা গেছেন, সেই ট্রাকের চালককে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়। সেইসাথে প্রান্ত তার পরিবারের একমাত্র উপার্জনশীল বিধায় সে মারা যাওয়ায় তার পরিবারের লোকজন হতাশ হয়ে পড়েছেন। তাই জরুরী ভিত্তিতে প্রান্তর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রান্ত আগষ্ট মাসের প্রথম দিকে নরসিংদী জেলার সাহেপ্রতাব এলাকায় চাকুরীর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সেখানে একটি বেসরকারি কোম্পানীতে চাকরি হয় তার। পরে ১৮ সেপ্টেম্বর কোম্পানীর কাজ
শেষে বাইসাইকেল চালিয়ে ভাড়া বাসায় ফেরার সময় পথে ঢাকা-সিলেট মহাসড়কের সাহে প্রতাব মোড় এলাকায় দ্রুতগাড়ী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-উ-১১-১৫১৮) চাকায় পৃষ্ট হয়ে প্রান্ত তালুকদার মারা যায়। এ ঘটনায় নিহতের চাচা মানিক
চন্দ্র তালুকদার বাদি হয়ে অজ্ঞতনামা ট্রাক চালককে প্রধান করে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

১৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS