মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে পার্বতীপুরে আলোচনা সভা ও র‌্যালী

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে পার্বতীপুরে আলোচনা সভা ও র‌্যালী

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’’। জাতীয় স্যানিটারি মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ উপলক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী হয়েছে।

আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: হাফিজুল ইসলাম প্রামানিক। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মো: রাকিবুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী নাজিম উদ্দীন সরকার প্রমুখ। এছাড়াও স্কুল-কলেজের দুই শতাধিক শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

৪৭ বার ভিউ হয়েছে
0Shares