শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় পূবালী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন 

কলমাকান্দায় পূবালী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :   নেত্রকোনার কলমাকান্দায় পূবালী ব্যাংক লিমিটেড এর কলমাকান্দা উপ-শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
পূবালী ব্যাংক লিমিটেডের নেত্রকোনা শাখার অধীনে  কলমাকান্দা মধ্য বাজারে অবস্থিত এরশাদ ম্যানশন এর ২য় তলায় পূবালী ব্যাংক লিমিটেড কলমাকান্দা উপ-শাখার শুভ উদ্বোধন উপলক্ষে  মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে ব্যাংক ভবনে এক  উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পূবালী ব্যাংক লিমিটেড, নেত্রকোনা শাখা ব্যবস্থাপক মোঃ তৌহিদুল বাহার এর সভাপতিত্বে মোঃ মামুনুর রশিদ এর সঞ্চালনায়  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক ও বিশেষ অতিথি  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, পূবালী ব্যাংক লিমিটেড এর ময়মনসিংহ অঞ্চল প্রধান ও  উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, থানার পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস।
এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেড কলমাকান্দা উপ-শাখার ব্যবস্থাপক  শিবলি আহাম্মেদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার, ভবন মালিক এরশাদ মিয়া, ব্যবসায়ী জহিরুল ইসলাম মোস্তফা, বণিক সমিতির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও  সবিরঞ্জন সাহা  প্রমূখ।
অনুষ্ঠানে ব্যবসায়ী, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা সুশীল সমাজের প্রতিনিধিসহ পূবালী ব্যাংক লিমিটেড বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক সহকর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিল।
২৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS