শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোণায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

নেত্রকোণায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

এ কে  এম  আব্দুল্লাহ, নেত্রকোণা   : নেত্রকোণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়  ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ ফাইনাল খেলা আয়োজন করে।
ফাইনাল খেলায় (বালিকা) কেন্দুয়া উপজেলার নূরেছা দুখিয়ার গাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ট্রাইব্রেকারে মোহনগঞ্জ কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ২-১ গোলে হারিয়ে চেম্পিয়ান হয়।
অপরদিকে ফাইনাল খেলায় (বালক) বারহাট্টা উপজেলার বড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল মোহনগঞ্জ উপজেলার কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ১-০ গোলে হারিয়ে চেম্পিয়ান হয়।
নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে  এম জহিরুল হক,  জেলা পরিষদ প্রশাসক বাবু প্রশান্ত কুমার রায়,  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন, নেত্রকোণা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নেসা আশরাফ দিনাসহ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ।
৪৭ বার ভিউ হয়েছে
0Shares