বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

কলমাকান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : “দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় পালিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ।
আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে  কলমাকান্দা উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে কলমাকান্দায় জাতীয় সংগীতের  পাশাপাশি জাতীয় ও ফায়ার সার্ভিসের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। পরে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্টেশন অফিসার  মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ফায়ার ফাইটার আক্তার হোসেন এর সঞ্চালনায়  প্রধান অতিথির  বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম ও  বিশেষ অতিথি বক্তব্য দেন কলমাকান্দা থানার পুলিশ পরিদর্শক খোকন কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুমন আহমেদ ও কলমাকান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারি ইনচার্জ মো:এমদাদুল ইসলাম।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সহ ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
৩৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS