শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট (বালক) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে কলমাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে বরদল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি  উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক ।

উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টে ৮ টি ইউনিয়নের ৮ টি দল অংশগ্রহণ করে । আগামী ১৫ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী দিনে খেলায় মুখোমুখি হয় কলমাকান্দা বনাম রংছাতি ইউনিয়ন এবং বড়খাপন ইউনিয়ন বনাম নাজিরপুর ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী মন্ডল, মো. ওবায়দুল হক, আব্দুল আলী বিশ্বাস, মো.শফিকুল ইসলাম শফিক ,কলমাকান্দা সরকরি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম ইলিয়াস, বরদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হেলিম ,বরদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান আনছারী প্রমূখ।

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS