শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মধুখালীতে কলাগাছের ভেলা বাইচ অনুষ্ঠিত

মধুখালীতে কলাগাছের ভেলা বাইচ অনুষ্ঠিত

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ৯অক্টোবর রোববারঃ গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের কাদির পাড়া যুব সমাজের উদ্যোগে চন্দনা-বারাশিয়া নদীতে ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৮ অক্টোবর শনিবার বিকেলে মোঃ পারভেজ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৌশলী শফিউল রহমান সজীব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান হেলাল, সাংগঠনিক সম্পাদক মেহেদি হোসেন পলাশ,অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী,সদস্য মোঃ ইদ্রিস আলী, সাংবাদিক মানিক শিকদার ও স্বপ্নের শহর মধুখালীর সাধারণ সম্পাদক সজীব মিয়া সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ ।

ভেলা বাইচে ১ম স্থান অধিকার করেন মাফুজ ও তার দল, ২য় স্থান শান্ত ,৩য় স্থান অধিকার করেন জুয়েল, ভেলা বাইচ পরবর্তী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা তৈলাক্ত কলাগাছে চড়া এবং নদীতে বাঁশে চড়া অনুষ্ঠিত হয়।বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুঠানের অতিথিগণ। নদীর দুপাড়ে শতশত নারী পুরুষ ভেলা বাইচ ও খেলা উপভোগ করেন। গভীর রাত পর্যন্ত সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS