শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">মধুখালীতে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প</span> <span class="entry-subtitle">বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী  ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে</span>

মধুখালীতে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী  ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ১৮ মার্চ ২০২৪খ্রিঃ সোমবার ঃ ফরিদপুরের মধুখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্ম বার্র্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আশা এনজিও এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

১৮ মার্চ সকাল সাড়ে ১০টায়  উপজেলার  রায়পুর ইউনিয়নের জগন্নাথদি  গ্রামে অবস্থিত আশা সমিতির শাখা অফিস চত্বরে  জেলার কানাইপুর অঞ্চলিক  কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক জহুরুল ইসলাম,রায়পুর ইউনিয়ন পরিষদের  সদস্য প্রবির কুমার ভৌমিক,বেলেশ্বর বাজার বিণিক সমিতির সভাপতি ডা.তপন কুমার ভৌমিক,আশার স্বাস্থ্য বিষায়ক কর্মকর্তা ডা. মোঃ ফরহাদ হোসেনসহ প্রমুখ। দিন ব্যাপি শতাধিক বিভিন্ন রোগি দেখেন ডাক্তার ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS