মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মধুখালী আড়ৎ সমিতির শপথ গ্রহন

মধুখালী আড়ৎ সমিতির শপথ গ্রহন

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ১৪ মে শনিবার ; ফরিদপুরের মধুখালীতে নবনির্বাচিত মধুখালী মরিচ বাজার আড়ৎ মালিক সমিতির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

১৪ মে শনিবার বেলা সাড়ে ১১টায় মধুখালী মরিচ বাজার আড়ৎ মালিক সমিতির প্রধান উপদেষ্টা মির্জা আহসানুজ্জামান আজাউলের সভাপতিত্বে মধুখালী মরিচ বাজারে শপথ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আবুল বাশার বাদশা,সহসভাপতি আবুল কালাম আজাদ,বিশিষ্ঠ ব্যবসায়ী সঞ্জিব কুমার সাহা,অশোক পোদ্দার , আবু সাঈদ মিয়া,প্রমুখ ।

আলোচনা পরবর্তী নবনির্বাচিত মধুখালী মরিচ বাজার আড়ৎ মালিক সমিতির শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের অতিথি মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম । নির্বাচিত কমিটি ২বছর দায়ীত্ব পালন করবেন।

৩৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS