বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফরিদপুর চিনিকল বেসরকারীখাতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে শ্রমজীবি ইউনিয়নের ফটক সভা ও প্রতিবাদ মিছিল

ফরিদপুর চিনিকল বেসরকারীখাতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে শ্রমজীবি ইউনিয়নের ফটক সভা ও প্রতিবাদ মিছিল

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ১৭ ফেব্রæয়ারী ২০২৪খ্রিঃ শনিবারঃ ফরিদপুরের মধুখালীতে অবস্থিত বৃহত্তর দক্ষিণ বঙ্গের একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল বেসরকারী খাতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে চিনিকল শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে ফরিদপুর চিনিকলের প্রধান ফটকে ফটক সভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ ফেব্রয়ারী ২০২৪খ্রিঃ শনিবার সকাল সাড়ে ১০টায় শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান ফটক সভায় বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন,অর্থ সম্পাদক মনিরুজ্জামান,দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ,প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, বৃহত্তর প্রশাসন ও হিসাব বিভাগের সদস্য মতিয়ার রহমান মিঞা,সাবেক সাধারন সম্পাদক কাজল বসু,সিআইসি মনিরুল ইসলাম, নির্মল কুমার সরকার,ফরিদ হোসেন খান, গোলাম কিবরিয়াসহ প্রমুখ। পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচী পালনের সভায় ঘোষনা করা হয়। কৃষি বিভাগের সদস্য আরিফুল ইসলাম এর সঞ্চালনায় ফরিদপুর চিনিকল বেসরকারী খাতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে ফটক সভা শেষে একটি প্রতিবাদ মিছিল চিনিকল এরিয়া প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।

উল্লেখ্য,ফরিদপুর চিনিকলটি বেসরকারী প্রতিষ্ঠান এস আলম গ্রæপ নেওয়ার প্রক্রিয়া করছে।

২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS