রবিবার- ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

পঞ্চগড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

পঞ্চগড় : যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পঞ্চগড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
রোববার(০৯অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্তর থেকে পবিত্র ঈদে মিলাদুন্নাবী ও সিরাতুন্নাবী (সা.) উদযাপন কমিটির আয়োজনে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন,পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, পবিত্র ঈদে মিলাদুন্নাবী ও সিরাতুন্নাবী (সা.) উদযাপন কমিটির পঞ্চগড় জেলা শাখার সভাপতি ড. আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মুফতি আ.ন.ম আব্দুল করিম, সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ অনেকে।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

৭১ বার ভিউ হয়েছে
0Shares