শুক্রবার- ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
প্রধান মন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজম মন্ডল রানার সহযোগিতায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রধান মন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজম মন্ডল রানার সহযোগিতায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত শনিবার বিকেল ৫টায় এক ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের কৃতি সন্তান,বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ আজম মন্ডল রানার সার্বিক সহযোগিতায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে এই ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উক্ত খেলায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রাজু কুমার গুপ্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান, ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সাত্তার।

খেলাটির সার্বিক পরিচালনায় ছিলেন ফুলবাড়ী পৌর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ তারিকুজ্জামান শুভ।খেলার আয়োজনে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমী।

খেলায় রেফ্রির দায়িত্ব পালন করেন ফুলবাড়ীর প্রবীণ খেলোয়াড় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির প্রধান প্রশিক্ষক মোঃ শহিদুজ্জামান বাবু।

ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন আরাফাত রতন।

ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত এই ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করে। এই ৮টি দলের মধ্যে রিফাত ট্রেডার্স ও ভিমলপুর ইজতেমা মাঠ ফুটবল একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন।পরে দুই দলের মধ্যে ফুলবাড়ীর তারকা ফুটবলার শাহজাহান আলীর পরিচালনায় রিফাত ট্রেডাস বিজয় লাভ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উপস্থিতিথ অতিথি বৃন্দ।

২২৯ বার ভিউ হয়েছে
0Shares