শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে শিশুদের নিয়ে জলবায়ু পরিবর্তনের আলোচনা সভা

পঞ্চগড়ে শিশুদের নিয়ে জলবায়ু পরিবর্তনের আলোচনা সভা

পঞ্চগড় : “শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিশুদের ভবিষ্যত বিষয়ক শিশু কেন্দ্রীক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) পঞ্চগড় জেলার শিশু গবেষক হুসাইন আবরার লিয়নের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম, এভ্যারেস্ট প্রি কেডেট স্কুলের প্রধান শিক্ষক ও বিপি স্কুলের সাবেক শিক্ষক মজিরুল হক, এনসিটিএফের সেন্ট্রাল ইউথ ভলান্টিয়ার তাওহিদ তুষার, পঞ্চগড় জেলা ভলান্টিয়ার সাদিয়া কবির কণা, আশিক এলাহীসহ সংগঠনের মেম্বার, সদস্যরা ও সাধারণ শিশু শিক্ষার্থীর।
গত রোববার (২২ অক্টোবর) পঞ্চগড় আর্ট স্কুলে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

৫০ বার ভিউ হয়েছে
0Shares