শুক্রবার- ১৪ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দেবীগঞ্জে পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ডোবার পানিতে পড়ে মনি (২) ও মুক্তা (২) নামে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, মনি মুক্তা নামে যমজ দুই বোন একই গ্রামের কবির হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মনি ও মুক্তা বাড়ির উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় তারা। তাদের দেখতে না পেয়ে মা ও পরিবারের সদস্যরা দুজনকে খুঁজতে থাকে। খোঁজার এক পর্যায়ে তাদের মৃতদেহ ডোবায় ভাসতে দেখে। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তারিফা আক্তার তামান্না তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন ডোবায় পড়ে যমজ দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশুর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৫৭ বার ভিউ হয়েছে
0Shares