শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুরে বানিজ্য মেলা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

রংপুরে বানিজ্য মেলা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

রংপুর ব্যুরোঃ আসন্ন চলতি মাসে এস.এস.সি এবং এইচ.এস.সি বাৎসরিক পরিক্ষা চলমান রেখে রংপুরে  শিল্প ও বানিজ্য মেলা  অনুমোদন না দেওয়া  ও মেলা বন্ধের  দাবিতে সংবাদ সম্মেলন করেছে রংপুর জেলা ও মহানগর দোকান মালিক সমিতি ।  আগামী ৭ দিনের মধ্যে মেলা বন্ধ না হলে মহা সমাবেশের ঘোষনা দিয়েছেন রংপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলতাব হোসেন ।
আজ বুধবার  সকালে দোকান মালিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন । তিনি  আরও জানান, করোনাকালীন সময়ে ব্যবসায়ীরা যখন পরিবার-পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করছে। এখন ব্যবসা-বাণিজ্য নাম মাত্র চালু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী,র নির্দেশনা অনুযায়ী  রাত ৮টায় দোকান বন্ধের ঘোষনা করেন । আমরা ব্যবসায়ীরা শত কষ্টের মাঝে পালন করে আসছি ।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর দোকান মালিক সমিতির সভাপতি  শাহ্ মো: আশরাফ উদ্দৌলা আরজু, সাধারণ-সম্পাদক জয়নাল আবেদীন,জেলা সাধারন সম্পাদক লিটন পারভেজসহ বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
৪৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS