শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু সেবা ও চশমা প্রদান ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু সেবা ও চশমা প্রদান ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব দৃষ্টি দিবস-২০২৩ উপলক্ষে আহলে সুন্নাত যুব ও ছাত্র পরিষদের আয়োজনে বিনামূল্যে চক্ষু সেবা ও চশমা প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রংপুর আহলে সুন্নাত ওয়াল জামাআত ও মাশায়েকে তরিকত কমিটির তত্ত্বাবধায়নে, কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায়, সাইটসেভার্স এর সহযোগিতায় গতকাল বুধবার নগরীর আলমনগর পানামা মোড়স্থ আফতাবিয়া সুন্নিয়া মাদ্রাসায় বিনামূল্যে চক্ষু সেবা ও চশমা প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় ৩শ’ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান, বিনাম্যল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়। এদের মধ্যে ১শ’ জন ছানি পড়া রোগীদের বিনামূল্যে চক্ষু অপরাশেন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মোঃ ফেরদৌস আলম মুকুল, চক্ষু চিকিৎসক ডাঃ হামিদুর রহমান, ডাঃ আহসানুজ্জামান সাওন, সিনিয়র ম্যানেজার মোঃ জাফর আহমেদ, সহকারী নির্বাহী পরিচালক তুষার দাস, ইনক্লুসন অফিসার মোঃ আব্দুল করিম, আহলে সুন্নাত যুব ও ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ মোঃ আতিকুল হক আনাস ও সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS