শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলা সাতমেরা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে রাশেদ (১১) ও আনিছ (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৭ আগস্ট) বিকেল থেকে তারা নিখোঁজ হলে রাত সাড়ে ৭টার সময় বাড়ির পাশে থাকা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত শিশু রাশেদ পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খাসমহল গ্রামের আবু তালেবের ছেলে। শিশু আনিছ একই গ্রামের রহমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা দু’জনে প্রতিবেশী। বিকেলে বাড়ির পাশে তারা খেলা করছিলো। সন্ধ্যা হয়ে আসলেও তারা বাড়িতে ফিরে না আসায় দুই পরিবারের সদস্যরা তাদের গ্রামে খুজতে বের হয়। এদিকে অনেক সময় অতিক্রম হয়ে গেলে তাদের না পেয়ে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে ভাসতে দেখে। স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি সংবাদ প্রতিক্ষনকে নিশ্চিত করেন।

২২৮ বার ভিউ হয়েছে
0Shares