শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বোদা উপজেলার ইউপি সদস্যদের মানববন্ধন

বোদা উপজেলার ইউপি সদস্যদের মানববন্ধন

পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা উপজেলায় ইউনিয়ন পরিষদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি করাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বোদা উপজেলা ইউপি সদস্য ঐক্য পরিষদ।
বুধবার (২১সেপ্টেম্বর) দুপুরে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ইউপি সদস্যরা নিরলসভাবে সাধারণ জনগনের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমানে ইউপি সদস্যদের যে সম্মানী ভাতা দেয়া হয় তা দিয়ে একজন মানুষ কোনভাবেই তার সংসার চালাতে পারেন না।
ইউপি সদস্যরা উপজেলা আইন শৃঙ্খলাসহ অনেক অনুষ্ঠানে থাকতে পারেন না। অনেক সময় ইউপি সদস্যদের নামে মামলা দায়ের হলে গ্রেপ্তার হতে হয়। এ বিষয়ে কর্তৃপক্ষের অনুমতি নেয়ার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা উপজেলা ইউপি সদস্য ঐক্য পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিবসহ অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বোদা উপজেলা পরিষদ চত্বরে যান ইউপি সদস্যরা। পরে সেখানে ৫ দফার দাবিতে একটি স্মারকলিপি স্থানীয় সরকার মন্ত্রী বরাবরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
এসময় বোদা উপজেলার ১০টি ইউনিয়নের ইউপি সদস্যরাসহ সংরক্ষিত নারী ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

১১৮ বার ভিউ হয়েছে
0Shares