জাতীয় নাগরিক পার্টি”র (এনসিপি) মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত


আমজাদ হোসাইন তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় নতুন রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি”র (এনসিপি) আয়োজনে, গত ২৯ এপ্রিল /২৫ খ্রিঃ বিকেল ৫ টায় তারাগঞ্জ উপজেলা মডেল মসজিদ হল রুমে মতবিনিময় ও আলোচনা সভা, উপজেলার পাঁচ ইউনিয়নের সংগঠকদের সমন্বয়ে অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রনয়ণ ও জাতীয় নির্বাচনের আগে মৌলিক সংস্কার নিশ্চিতকরন এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে অঙ্গীকার বদ্ধে,মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, তারাগঞ্জ উপজেলা সংগঠক,এম এম বি স্বপন আলী রাজ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি, শ্রমিক ইউনিটের কেন্দ্রীয় সংগঠক, হাফিজুর রহমান,এনসিপি,র রংপুর জেলা সংগঠক, শেখ রেজওয়ান, এম আই সুমন, রংপুর মহানগর সংগঠক, আলমগীর কবির সহ উপজেলা সংগঠক বৃন্দ। বক্তারা বলেন, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামীলীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদ সভা, আসন্ন শ্রমিক দিবসে র্্যালি বের করা ও শহীদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত সহ গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে নেতৃবৃন্দ আলোচনা করেন। জুলাই -আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় সংস্কার, ফ্যাসিবাদ আওয়ামীলীগের বিচারসহ দলের ঘোষিত অঙ্গীকারে দলকে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সুসংগঠিত করার লক্ষ্যে, সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ। মতবিনিময় সভা, সঞ্চালনায় ছিলেন-এনসিপি,র হাড়িয়ারকুঠি ইউনিয়ন সংগঠক মুছা আলম।