শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

সাঁথিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

সাঁথিয়া(পাবনা)সংবাদদাতাঃ পাবনার সাঁথিয়া উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে সাঁথিয়া সরকারি কলেজ মাঠে এ সমাপনী খেলাটি অনুষ্ঠিত হয়। সমাপনী এ খেলায় জোড়গাছা সরকারি প্রাঃ বিঃ ফুটবল একাদশ (বালক) এবং হাঁড়িয়াকাহন সরকারি প্রাঃ বিঃ ফুটবল একাদশ (বালিকা) চাম্পিয়ন অর্জন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেনে সভাপত্বিতে এবং শফিকুল ইসলাম রিপনের পরিচালনায় খেলা পরবর্তী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ও সেলিমা রহমান শিলা, সহকারী কমিশনার (ভ’মি) মনিরুজ্জামান, উপজেলা আ’ লীগ সহসভাপতি হাসান আলী খান, সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম,শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিনসহ শিক্ষক ও সুধীজন। শতশত ক্রীয়ামোদী দর্শক ফুটবল খেলাটি উপভোগ করেন।

৭৮ বার ভিউ হয়েছে
0Shares