শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীর মোহনপুরে ৪নং মৌগাছি  ইউপি ০৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শফিকুল সম্পাদক:আশরাফুল

রাজশাহীর মোহনপুরে ৪নং মৌগাছি  ইউপি ০৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শফিকুল সম্পাদক:আশরাফুল

রতন মাস্টার মোহনপুর রাজশাহী প্রতিনিধিঃ  রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছি   ইউনিয়নের ০৮নং আকুবাড়ি ওয়ার্ডের আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ রবিবার ৩১ই জুলাই বিকেলে আকুবাড়ি সরকারি প্রাথমিক  বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৪নং মৌগাছি  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সবুর মাষ্টার।  উদ্বোধক ইউপি চেয়ারম্যান  আল-আমিন বিশ্বাস।
 সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ সাধারণ সম্পাদক মোহনপুর উপজেলা আওয়ামীলীগ। শহিদুজ্জামান শহিদ মেয়র কেশর হাট পৌরসভা। বাবলু হোসেন চেয়ারম্যান ৩নং রায়ঘাটি ইউনিয়ন পরিষদ। মাহাবুব আলম তোতা সাধারণ সম্পাদক মৌগাছি ইউনিয়ন আওয়ামিীলীগ ।অধ্যক্ষ রশিদ বসন্তকেদার ডিগ্রী কলেজ। প্রভাষক আমজাদ হোসেন, অধ্যক্ষ শামসুজ্জোহা বেলাল, শাহাজাহান  আলী সবেক দপ্তর সম্পাদক মোহনপুর উপজেলা আওয়ামীলীগ।আরো অনেক নেতা কর্মি সেখানে উপস্থিত ছিলেন।   পরে দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন শফিকুল ইসলাম   । সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ।
৫৮ বার ভিউ হয়েছে
0Shares