ধামইরহাটে সরকারি এম এম ডিগ্রি কলেজে চাকরি পেলেন ছাত্র আন্দোলনে শহিদ বায়েজিদের ভাই
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি.
নওগাঁর ধামইরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ বায়েজিদ বোস্তামির বড় ভাই মো. কারীমুল ইসলামকে চাকুরী প্রদান করা হয়েছে। ২ জানুয়ারি দুপুরে উপজেলার সনামধন্য সর্বোচ্চ বিদাপীঠ ধামইরহাট এম এম সরকারি ডিগ্রী কলেজের অত্যাবশকীয় কর্মচারি হিসেবে তাকে নিয়োগ প্রদান করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম। কারীমুল ইসলাম উপজেলার চকচন্ডি কৈগ্রাম এলাকার ছাকোয়াত হোসেনের ছেলে। নিয়োগ প্রদানকালে উপস্থিত ছিলেন, শিক্ষক স্টাফ কাউন্সিলের সেক্রেটারী মো. শামীম-উল-হাসান, মাজেদুর রহমান, প্রভাষক শরিফুল ইসলাম, মেহেদী হাসান, সুলতান মাহমুদ, আবু সাইদ, পারেশ হোসেন প্রমুখ। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়া থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ শহিদ বায়েজীদ বোস্তামিসহ মোট ১৩জনকে কে হত্যা করেন এবং পুলিশের কাভার্ড ভ্যানসহ মরদেহ আগুনে পুড়িয়ে দেয়া হয়।
পরিবারের এই ক্রান্তিলগ্নে চাকরি দিয়ে পরিবারের পাশে দাড়ানোর জন্য শহীদ বায়েজিদ বোস্তামির পরিবার কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।