সাঁথিয়ায় অগ্নিকান্ডে তাঁত পুড়ে ব্যাপক ক্ষতি

সাঁথিয়ায় অগ্নিকান্ডে তাঁত পুড়ে ব্যাপক ক্ষতি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ “ আমি ধার দেনা করে অনেক কষ্ট করে তাঁতগুলো কিনেছিলাম। একদিকে কাঁচামালের দাম বেশি,অন্য দিকে তাঁত পন্যের দাম কম। কোনমত পেশায় টিকে ছিলাম,কিন্ত আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেল,আমি পথে বসে গেলাম। আমি এখন কিভাবে ব্যাংকের লোন শোধ করবো আর কিভাবে সংসার চালাবো!’ কথাগুলো বলছিলেন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত তাঁত মালিক সুলতান। পাবনার সাঁথিয়া পৌরসভার পিপুলিয়া গ্রামে আগুন লেগে ২২টি পাওয়ারলুম তাঁত এবং তাঁত পন্য উৎপাদনের কাঁচামাল পুড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

জানা যায়,গত শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৪ টার দিকে পৌরসভাধীন পিপুলিয়া গ্রামের মৃত সোহরাব প্রামানিকের ছেলে সুলতান প্রামানিকের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহুর্তে আগুনের লেলিহান শিখা অন্যান্য তাঁতে ছড়িয়ে পড়লে তাঁত কারখানার প্রায় ২২ টি তাঁত এবং তাঁতের মালামালসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। গ্রামবাসী মসজিদ থেকে মাইকিং করে ্একত্রিত হয়ে প্রাণপন চেষ্টা করে এবং সাঁথিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

তাঁত মালিক সুলতান জানান, আমি ব্যাংক থেকে ৩০ লক্ষ টাকা সিসি লোন নিয়ে তাঁতগুলো কিনেছিলাম। এছাড়া সুতার মহাজনের কাছ থেকে ১০ লাখ টাকা বাকিতে সুতা কিনেছি। আমাকে প্রতি বছর প্রায় ৩ লক্ষ টাকা ব্যাংকে লাভ দিতে হয়। এখন আমি কিভাবে এ লোনের টাকা পরিসোধ করবো।

সাঁথিয়া ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান দাসুদেব সরকার জানান. বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

১০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS