শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বগুড়ায় হত্যা মামলার এজাহারনামীয় আসামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার।।

বগুড়ায় হত্যা মামলার এজাহারনামীয় আসামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার।।

মোসাব্বর হাসান মুসা বগুড়া অফিসঃ

হত্যা মামলার এজাহারনামীয় আসামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া।

২৩ জুন ২০২৪ ইং তারিখে মোঃ গোলাম রসুল (২২), পিতা-মৃত ইউনুস আলী, সাং- বালা কৈগাড়ী, থানা ও জেলা- বগুড়া এই মর্মে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন যে, গত ২০/০৬/২৪ ইং তারিখ তার ভাই শাহীন (মানসিক ভারসাম্যহীন) রাস্তা দিয়ে যাওয়ার সময় বিবাদী আব্দুল ওয়াহাব এর স্ত্রীকে হাত ধরে রাস্তা হতে সরে দেয়।

এই সূত্র ধরে গত ২২/০৬/২৪ ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৭৩০ ঘটিকার সময় তার পিতা ইউনুস আলী (৫৫) সদর থানাধীন কৈগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে কাচা রাস্তার উপর পৌছলে আসামীগণ এলোপাথারী মারপিট করে হত্যা করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা রুজু হয়, যার নং-৬৫, তারিখ ২৩/০৬/২৪ ধারা-১৪৩/৩২৩/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়।

এরই প্রেক্ষিতে ২৩ জুন ২০২৪ ইং তারিখ অনুমান ১৯১০ ঘটিকায় বগুড়া জেলার গাবতলী থানাধীন হামিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ৩নং আসামী মোঃ আহসান মন্ডল (২৬), পিতা-মোঃ জিন্না মন্ডল, সাং- বালা কৈগাড়ী, থানা  ও জেলা- বগুড়া’কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে সদর থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে।

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS