বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুপচাঁচিয়া গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে পাঁচ শতাধিক কম্বল বিতরণ।।

দুপচাঁচিয়া গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে পাঁচ শতাধিক কম্বল বিতরণ।।

মোসাব্বর হাসান মুসা বগুড়া অফিসঃ  বগুড়া জেলাধীন 

দুপচাঁচিয়া উপজেলার  গুনাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব নুর মোহাম্মদ আবু তাহের এর ব্যক্তিগত তহবিল হতে এলাকার ৫ শতাধিক অসহায় দুস্থ্য গরীব মানুষের মাঝে শীতবস্তু হিসেবে কম্বল বিতরণ করেছেন।

উক্ত শীতবস্ত্র কম্বল বিতরণ কালে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত আলোচনা সভাই তিনি বলেন দোয়া করবেন আগামিতে যাতে আরও বেশি সহায়তা করতে পারি এজন্য আমার ও পরিবারের জন্য দোয়া করবেন।

তিনি আরো বলেন আপনাদের গরিব-দুঃখীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য দুপচাঁচিয়ায় ইসলামী হাসপাতাল স্থাপন করা হয়েছে।

 

সেখানে আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হয়েছে। সিটি স্ক্যান ও অপারেশন সহ সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হবে। দুপচাঁচিয়া উপজেলা বাসিসহ আশপাশের এলাকাবাসীর চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ইসলামী হাসপাতালটি  স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অগ্রনি ভূমিকা পালন করবে।

৬৩ বার ভিউ হয়েছে
0Shares