শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরের দুইটি উপজেলা নির্বাচনে ভোট  গ্রহন চলছে 

নাটোরের দুইটি উপজেলা নির্বাচনে ভোট  গ্রহন চলছে 

নাটোর প্রতিনিধি :;   উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম এই দৃইটি উপজেলা নির্বাচনে ভোট গ্রহন চলছে। নির্ধারিত সময় সকাল ৮ টায় দুইটি উপজেলার ১৭২ টি কেন্দ্রে একযোগে এই ভোট গ্রহন শুরু হয়। ভোট গ্রহন শুরুতে ভোটার উপস্থিতি ছিল অনেকটাই কম।
রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন জানান, বুধবার তৃতীয় ধাপে নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার  নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে। উপজেলা দুইটির ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।
গুরুদাসপুর উপজেলার মোট ভোটার ১৮১৭৯৪ জন এবং বড়াইগ্রাম উপজেলার মোট ২৪৪৬৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে গুরুদাসপুর উপজেলায় ৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৩ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বড়াইগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS